হবিগঞ্জে একশ’ বিশজন ইমাম-মোয়াজ্জিনকে আট লাখ টাকার ঋণ ও অনুদান প্রদান

181

হবিগঞ্জ, ১১ নভেম্বর ২০১৯ (বাসস): জেলার ১২০ জন ইমাম ও মোয়াজ্জিনকে আটলাখ টাকার সরকারি অনুদান এবং ঋণ প্রদান করা হয়েছে।
এদের মধ্যে এর মাঝে ৩২ জনকে ১২ হাজার করে মোট ২ লাখ ৮৪ হাজার টাকা ঋণ ও ৮৮ জনের মাঝে ৫ হাজার করে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রধান করা হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সোমবার জেলা পরিষদ মিলনায়তনে ঋণ ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
হবিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাহ মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শামছুজ্জামান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা যুগ্ম-জেলা ও দায়রা জজ মোহাম্মদ আক্কাস আলী, ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির হবিগঞ্জ শাখার সভাপতি মুফতি মোহাম্মদ আব্দুল মজিদ পিরিজপুরী ও জাতীয় ইমাম সমিতির হবিগঞ্জ শাখার সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা সামছুল হক প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ নাসির উদ্দিন খান ও উপস্থাপনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আব্দুল ওয়াদুদ।