মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠার আহবান

282

ঢাকা, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্বদ্যিালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ মানবিক মূল্যবোধসম্পন্ন সত্যিকারের ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সৎ, নিষ্ঠাবান, মানবিক মূল্যবোধসম্পন্ন ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন সত্যিকার ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’
ড. নাসরীন আহমাদ আজ সোমবার টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ ও ১৩তম ব্যাচের নবীনবরণ, ৭ম ও ৮ম ব্যাচের অগ্রায়ন এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রো-উপাচার্য (শিক্ষা) বক্তব্যের শুরুতেই নবীন ও অগ্রায়ন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।