আইসিএমএবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস পালিত

289

ঢাকা, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস) : দেশে কস্ট অ্যাকাউন্টিং পেশার অন্যতম প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) যথাযথ মর্যাদার সাথে ‘আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস’ উদযাপন করেছে।
দিবসটি উপলক্ষে গতকাল রোববার বিকেলে রাজধানীর নীলক্ষেত ইনস্টিটিউটের মূল ভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কাটাবন এবং নীলক্ষেত প্রদক্ষিণ করে। র‌্যালিতে আইসিএমএবির সাবেক সভাপতিবৃন্দ, প্রতিষ্ঠানের কাউন্সিল সদস্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে সন্ধ্যায় ইনস্টিটিউটের মিলনায়তনে পবিত্র ঈদ-এ-মিলাদুুন্নবী উপলক্ষ্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর পর ‘ডিজিটাল ট্রান্সফর্মেশন অ্যান্ড ফিউচার অব অ্যাকাউন্টিং প্রফেশন’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের সাবেক সভাপতি রফিক আহমেদ এফসিএমএ প্রধান অতিথি ছিলেন। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে মুজাফফর আহমেদ এফসিএমএ, অধ্যাপক ড. স্বপন কুমার বালা এফসিএমএ, অধ্যাপক ড. মাহফুজুল হক, হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ, মোশাররফ হোসাইন এবং মো. কাওসার আলম এফসিএমএ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। আইসিএমএবির ভাইস েেপ্রসিডেন্ট আরিফ খান এফসিএমএ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উল্লেখ্য,১০ নভেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়।