ভোলায় ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে ১৭টি ঘর-বাড়ি বিধ্বস্ত

259

ভোলা, ১০ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার রাতে ১৭টি কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত ও ৫ জন আহত হয়েছে। এর মধ্যে লালমোহন উপজেলার লর্ডহাডিং ইউনিয়নে ৭টি ও চরফ্যাসনের এওয়াজপুরে ১০টি ঘর রয়েছে। এছাড়া গাছ চাঁপা পড়ে লালমোহনে ৫ জন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে আশংকামুক্ত রয়েছে।
জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক সকালে বাসস’কে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিাবারকে গৃহ নির্মাণের জন্য ২ বান্ডিল করে টিন, নগদ ৬ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হবে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় আমরা জেলা প্রশাসন থেকে সব ধরণের প্রস্ততি নিয়েছি। ভোলার ৭০৪টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৩ লাখ ২৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তাদেরকে খিচুড়ি ও শুস্ক খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও মুজিব কিল্লায় লক্ষাধিক গবাদি পশু নিরাপদে রয়েছে।
এদিকে বুলবুলের প্রভাবে ভোররাত থেকে উপক’লীয় জেলা ভোলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল ১০টা থেকে ভারি বৃষ্টি ও সেইসাথে ঝড়ো হাওয়া বইছে। নদী তীরবর্তী বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সকল মাছ ধরার নৌযানকে তীরে অবস্থান করতে দেখা গেছে।