নাটোরে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ (সা.) এর ভূমিকা শীর্ষক সেমিনার

179

নাটোর, ১০ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ‘সামাজিক শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)’ শীর্ষক সেমিনার নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্ব এক অস্থির সময় অতিক্রম করছে। পারস্পরিক সন্দেহ-অবিশ্বাস, প্রভাব বিস্তার ইত্যাদি কারণে বিশ্ব শান্তি হুমকির মুখে। আমাদের মধ্যে আজ নানারকম অনিয়ম-অনাচারের কারনে কাংখিত সামাজিক শান্তির গন্তব্যে আমরা পৌঁছতে পারছি না। সমাজের এই অন্ধকার দূর করতে আমাদেরকে হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে। কারণ তিনি সমগ্র মানব জাতির পথ প্রদর্শক।
বক্তারা আরো বলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে হযরত মুহাম্মদ (সা.) এর আবির্ভাব ঘটেছিল আলোকবর্তিকা হিসেবে। সামাজিক শান্তি প্রতিষ্ঠায় তিনি ‘হিলফুল ফুযুল’ প্রতিষ্ঠা করেন এবং অসংখ্য কর্মকান্ডের মাধ্যমে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হন। ইসলামের সাথে সন্ত্রাস-জঙ্গিবাদের কোন রকম সংশ্লিষ্টতা নেই বলে বক্তারা উল্লেখ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জংলী হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন এবং প্রধান আলোচক ছিলেন আল মাদ্রাসাতুল জামহুরিয়ার অধ্যক্ষ মোঃ আখতার হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. শরীফুন্নেছা। নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম মনিরুল ইসলাম সেমিনার প্রধানের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাটোর ইসলামিক ফাউন্ডেশন সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে।