বাসস ক্রীড়া-১৩ : ক্রিকেট-এনসিএল ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ সামনে শামসুরের সেঞ্চুরি

129

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-এনসিএল
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ সামনে শামসুরের সেঞ্চুরি
ঢাকা, ৯ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবের পর ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে চারটির মধ্যে দু’টি ম্যাচ মাঠেই গড়াতে পারেনি। তবে ঢাকা মেট্রো ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটিতে খেলা হয়েছে ৭৬ ওভার। সিলেট বিভাগের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে প্রথম দিন সেঞ্চুরি করলেন শামসুর রহমান। ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। শামসুর সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৭৬ ওভারে ৭ উইকেটে ২৮২ রান করেছে ঢাকা মেট্রো।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে সিলেট। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় ঢাকা মেট্রো। এরপর ৯৮ রানের জুটি গড়েন রাকিন আহমেদ ও শামসুর। হাফ-সেঞ্চুরির কাছে গিয়ে থেমে যান রাকিন। এরপর অধিনায়ক মার্শাল আইয়ুবও ১ রানে ফিরে যান।
তবে আবারো চতুর্থ উইকেটে আল-আমিনকে নিয়ে বড় জুটিই গড়েন শামসুর। এই জুটি গড়ার পথে সেঞ্চুরির স্বাদ নেন শামসুর। ১৩টি চারে ১৯৩ বল মোকাবেলা করে ১১৪ রান করেন তিনি। হাফ-সেঞ্চুরি তুলে ৬৯ রানে আউট হন আল-আমিন।
শামসুর-আল আমিনের বিদায়ের পর দ্রুত আরও ২ উইকেট হারায় ঢাকা মেট্রো। ফলে ভালো অবস্থায় থেকে দিন শেষ করতে পারেনি তারা। শরিফুল্লাহ ২১ রানে অপরাজিত আছেন। সিলেট বিভাগের রেজাউর রহমান ৪৯ রানে ৪ উইকেট নেন।
বাসস/এএমটি/১৮৫০/স্বব