বাসস দেশ-২৩ : বিরূপ আবহাওয়ার মধ্যেও কোলকাতা বইমেলায় দর্শকদের উপচেপড়া ভিড়

444

বাসস দেশ-২৩
কোলকাতা-বইমেলা
বিরূপ আবহাওয়ার মধ্যেও কোলকাতা বইমেলায় দর্শকদের উপচেপড়া ভিড়
কোলকাতা, ৮ নভেম্বর, ২০১৯ (বাসস) : বিরূপ আবহাওয়ার মধ্যেও কোলকাতায় আজ বইমেলার অষ্টম দিনে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়।
বই মেলায় সন্ধ্যায় লেখক-পাঠক ও প্রকাশক মুখোমুখি শীর্ষক আলোচনা অনুষ্ঠানের পর প্রতিদিনের নিয়মিত সেমিনারের বিষয়বস্তু ছিল ‘সংস্কৃতির আগ্রযাত্রায় বাংলাদেশ’।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
উপ-হাই কমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে আলোচনা করেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সায়মা ইউনুস, বাংলা একাডেমীর পরিচালক ড. জালাল আহমেদ, আরম্ভ-র সম্পাদক বাহার উদ্দীন, ত্রিদিব চ্যাটার্জী ও কোলকাতার সাংবাদিক অনমিত্র চট্রোপাধ্যায়।
প্রধান অতিথির বক্তৃতায় মোয়াজ্জেম আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রচেষ্টায় বাংলার ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য যে কাজ করেছেন, পরবর্তীতে তার কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মেলামঞ্চে আজ মীর মোশরর্ফ হোসেনের লেখা ‘উদাসী পথিকের মনের কথা’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২২১০/-এবিএইচ