নোয়াখালীতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি

348

নোয়াখালী, ৮ নভেম্বর ২০১৯ (বাসস) : নোয়াখালীতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে সকাল থেকে জেলার পুরো আকাশ মেঘাচ্ছন্ন ও থমথমে অবস্থায় রয়েছে এবং শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। বেলা ১২ থেকে বৃষ্টির মাত্রা বেড়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় উপজেলা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে সকালে জরুরি দূর্যোগ মোকাবেলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যেক উপজেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
জেলা প্রশাসক তন্ময় দাস জানান, উপকূলীয় ৩ উপজেলায় আজ সকালে জরুরি সভা শেষে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং পরিস্থিতি বুঝে, বিকাল নাগাদ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সচেতন করার জন্য মাইকিং করা হবে।
তিনি আরো জানান, আজ বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভা আহবান করা হয়েছে।
এদিকে, জেলার সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় উপজেলাগুলোতে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ রয়েছে।
সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার এ এস এম ইবনুল হাসান ইভেন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীতে থাকা নৌ-যানগুলোকে সতর্কতার সাথে চলাফেরা ও উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।