মালয়েশিয়াগামী ইউএস বাংলার বিমান যান্ত্রিক বিপদ সংকেতের কারণে ফিরে এসেছে

653

ঢাকা, ২৪ মার্চ, ২০১৮ (বাসস) : মালয়েশিয়াগামী ইউএস বাংলার একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর (এইচএসআইএ) থেকে যাত্রা শুরুর ২০ মিনিটের মাথায় পাইলট ইঞ্জিনে বিপদ সংকেত টের পেলে ফিরে আসে।
ইইএস বাংলার মুখপাত্র কামরুল ইসলাম বাসস’কে আজ বৃহস্পতিবার জানান, ফ্লাইটটি ১৬৪ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৫ মিনিটে মালয়েশিয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার প্রায় ২০ মিনিটের মধ্যে যান্ত্রিক সমস্যার সংকেত পাওয়ায় নিরাপদে ফিরে আসে।
তিনি বলেন, ফিরে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৌশলীগণ কোনো ত্রুটি খুঁজে না পাওয়ায় ফ্লাইটটি পুনরায় বেলা ১১টা ৪৫ মিনিটে যাত্রা করে।
কামরুল আরো জানান, পাইলট ভুল সংকেত পেয়ে ঝুঁকি না নিয়ে ঢাকায় ফিরে আসেন।
কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমানের ভয়াবহ দুর্ঘটনার ১২ দিনের মাথায় এ ঘটনা ঘটলো। ওই দুর্ঘটনায় মোট ৪৯ জনের মৃত্যু হয় যাদের মধ্যে ২৬ জন ছিল বাংলাদেশের নাগরিক।