বাসস রাষ্ট্রপতি-১ মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক রাষ্ট্রপতির

147

বাসস রাষ্ট্রপতি-১
রাষ্ট্রপতি-বাদল-শোক
মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক রাষ্ট্রপতির
ঢাকা,৭ নভেম্বর, ২০১৯ (বাসস): রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বিশিষ্ট রাজনীতিবিদ এবং চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় বাদলের মৃত্যুতে শোক ও দু:খ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি রাজনৈতিক ক্ষেত্রে মইন উদ্দীন খান বাদলের অবদানের কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।
শোকবার্তায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ,রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন,বিভিন্ন স্থায়ী কমিটিতে মইন উদ্দীন খান তার মতামত দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাষ্ট্রপতি বলেন,দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে তার(বাদল) অবদান স্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের কার্যকরী সভাপতি বাদল আজ সকাল সোয়া ৮টায় (ভারতীয় সময়) ভারতের একটি হাসপাতালে মারা যান।তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন পুত্র ও এক ছেলে রেখে গেছেন।তিনি স্ট্রোক জনিত অসুস্থতার পাশাপাশি হৃদরোগের জন্য সেখানে চিকিৎসাধীন ছিলেন।
বাসস/এআইআর/অনুবাদ-এমএবি/১৩৫৫/এমএসআই