বাসস দেশ-৪১ : অনলাইন পদ্ধতিতে শিক্ষক বদলি নীতিমালার কাজ চলছে : প্রাথমিক ও গণশিক্ষা সচিব

449

বাসস দেশ-৪১
শিক্ষক বদলি-নীতিমালা
অনলাইন পদ্ধতিতে শিক্ষক বদলি নীতিমালার কাজ চলছে : প্রাথমিক ও গণশিক্ষা সচিব
ঢাকা, ৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : মাঠ পর্যায়ে সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে অনলাইন পদ্ধতিতে শিক্ষক বদলি নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন জানিয়েছেন।
সচিব আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে উদ্ভাবন ও সেবা সহজীকরণ সংক্রান্ত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান।
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) এর নীতিমালা সংস্কার করা হচ্ছে যা অচিরেই কার্যকর হবে।
সচিব আরো বলেন, সেবাধর্মী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দাপ্তরিক কর্মকান্ড পরিচালনা করতে হবে। এতে গ্রাহকের সেবা প্রাপ্তি সহজ হবে।
কর্মশালায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলম ও মো. বদরুল হাসান বাবুল উপস্থিত ছিলেন।
বাসস/তবি/এমএমবি/২০৫৫/কেজিএ