সিরাজগঞ্জে রেলওয়ের জমি থেকে পাঁচশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

281

সিরাজগঞ্জ, ৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলা শহরের বাজার ষ্টেশন ও চামড়াপট্টি এলাকায় রেলওয়ে জমির উপর নির্মিত প্রায় পাঁচশ’ অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করা হয়েছে।
আজ বুধবার দিনব্যাপি পরিচালিত এক অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বিভাগীয় এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এবং রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানকালে এক্সেভেটর দিয়ে দোকানপাট ও বসতবাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান জানান, বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ করা হচ্ছে। সেতুর মালামাল ও কন্টেইনারগুলো রাখার জন্য ২৫ একর জায়গার প্রয়োজন। এজন্য বাজার ষ্টেশন ও চামড়াপট্টি এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওই স্থানে (আইসিডি) কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে।
তিনি জানান, রেলওয়ে জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত থাকবে।