জলবায়ু নিয়ে ঐক্যবদ্ধ অবস্থানে শি ও ম্যাক্রো

251

বেইজিং, ৬ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : চীনা নেতা শি জিনপিং ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার প্যারিস জলবায়ু চুক্তিকে অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছেন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে আন্ষ্ঠুানিকভাবে বেরিয়ে যাওয়ার পর এই দু’নেতা বিষয়টিতে তাদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বের শক্তিধর দেশগুলো দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে।
লিখিত এক যৌথ বিবৃতিতে শি ও ম্যাক্রো প্যারিস চুক্তির প্রতি তাদের দৃঢ় সমর্থন এবং একে অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে।
ম্যাক্রো সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে যারা চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে তাদের জন্যে আফশোস করেন।
চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে শি’র সাথে বৈঠকের পর দুজন পাশাপাশি বসে এ বিবৃতি প্রদান করেন।
ইউরোপীয় ইউনিয়ন, চীন ও রাশিয়ার চুক্তির প্রতি সমর্থন থাকার প্রেক্ষাপটে ম্যাক্রো বলেন, কারো একক সিদ্ধান্তের কারণে বিশ্বের গতিপথ পাল্টে যাবে না। বরং তারাই প্রান্তিক হয়ে পড়বে।
শি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পৃথিবী রক্ষায় যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা মানবিকতার অভিন্ন স্বার্থের উপরে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়ার বিরোধী।
জলবায়ু পরিবর্তন রোধে চীনা প্রচেষ্টাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ, চীন বিশ্বের অন্যতম কার্বন নিঃসরণকারী দেশ।