বাজিস-১ নওগাঁয় ২১ হাজার ৮শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

238

বাজিস-১
নওগাঁ- আলু চাষ
নওগাঁয় ২১ হাজার ৮শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ
নওগাঁ, ৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় ২১ হাজার ৮শ ৩ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার মাঠে মাঠে এখন আলু চাষের জমি তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, নওগাঁ জেলায় আলু চাষের অপার সম্ভাবনা রয়েছে। এ জেলায় কৃষকরা সবচেয়ে বেশী চাষ করেছেন কার্ডিনাল জাতের আলু। এ ছাড়াও স্থানীয় জাতের লাল পাাঁপড়ী, ডায়মন্ড, এ্যাস্টোরিক, এবং ষাইটা জাতের আলু চাষ করে থাকেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জেলার ১১টি উপজেলায় উপজেলাভিত্তিক আলু চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৩শ ৯০ হেক্টর। রানীনগর উপজেলায় ১ হাজার ৩শ ৮ হেক্টর। আত্রাই উপজেলায় ২ হাজার ৭শ ৪০ হেক্টও ও বদলগাছি উপজেলায় ২ হাজার ৮শ ৫০ হেক্টর। মহাদেবপুর উপজেলায় ১ হাজার ২শ ৯০ হেক্টর। পতœীতলা উপজেলায় ১ হাজার ৭শ ৭০ হেক্টর। ধামইরহাট উপজেলায় ২ হাজার ৫শ ৭৫ হেক্টর। সাপাহার উপজেলায় ১ হাজার ২শ ১০ হেক্টর। পোরশা উপজেলায় ২শ ২০ হেক্টর। মান্দা উপজেলায় ৪ হাজার ৮০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৩শ ৭০ হেক্টর।
নির্ধারিত পরিমাণ জমি থেকে সর্বমোট ৩ লক্ষ ৮০ হাজার ৯শ ৪৭ মেট্রিক টন আলু উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম বলেছেন স্ব-স্ব ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের উন্নত বীজ এবং প্রয়োজনীয় সার ও কীটনাশক ব্যবহারের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করাসহ তদারকি করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/১০-৫০/নূসী