শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শরীয়তপুরে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

735

শরীয়তপুর, ২৪ মার্চ, ২০১৮ (বাসস) : শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শরীয়তপুর জেলা সদরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষা ২০১৮ উপলক্ষে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় স্কুলের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: এমারত হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল হেলিম ফকির।
মতবিনিময় সভায় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের দুই শতাধিক অভিভাবক ও শিক্ষকগণ অংশ নেন। বক্তারা শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারির তাগিদ দেন। এছাড়াও শিক্ষকদের শ্রেণী পাঠদানের বিষয়টিকেও বিশেষ গুরত্ব সহকারে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে শুধুমাত্র শিক্ষক-শিক্ষার্থীদের যতœশীল হলেই চলবে না। এ ক্ষেত্রে অভিভাবকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষকগণ পাঠদান শেষে শিক্ষার্থীদের যেসকল নির্দেশনা দেবেন তা কেবল অভিভাবকগনই নিশ্চিত করতে পারেন। শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে যথা সময়ে অনুশীলন করছে কি না তা অভিভাবকদের পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীদের কাংখিত মান নিশ্চিত হবে। তাই কেবলমাত্র শিক্ষক ও শিক্ষার্থীদের উপরই ছেড়ে না দিয়ে অভিভাবকদেরও তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করার আহবান জানান।