সাহিত্যিক মনিরউদ্দীন ইউসুফের স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন আগামীকাল

286

ঢাকা, ৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : আগামীকাল মননশীল সাহিত্যিক মনিরউদ্দীন ইউসুফের জন্মশতবর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেল ৫ টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী,সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মাহমুদ শাহ কোরেশী,সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হারুন উর রশিদ.বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের গবেষক ও সাবেক সদস্য সমর পাল, বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক নাসির আহমেদ এবং কবিতা পাঠের আসর সংগঠনের সভাপতি আসলাম সানী।
এতে সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামান।
মনিরউদ্দীন ইউসুফ জন্মশতবর্ষ জাতীয় উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করছে।
সাহিত্যিক মনিরউদ্দীন ইউসুফ ১৯১৯ সালের ১৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার জাওয়ার গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস একই জেলা সদর থানার বৌলাই গ্রামের সা’ব বাড়ি। পিতার নাম মৌলবি মিসবাহ উদ্দীন আহমদ।
মনিরউদ্দীন ইউসুফ মোট ৩৭ টি গ্রন্থ রচনা ও অনুবাদ করেন।এগুলোর মধ্যে ২২ টি তার জীবদ্দশায় ও ১৫ টি মৃত্যুর পর প্রকাশিত হয়েছে।