বাসস দেশ-৩১ : কলকাতায় বাংলাদেশী বইমেলা : চতুর্থ দিনেও ছিল উপচেপড়া ভিড়

519

বাসস দেশ-৩১
কলকাতা – বইমেলা
কলকাতায় বাংলাদেশী বইমেলা : চতুর্থ দিনেও ছিল উপচেপড়া ভিড়
কলকাতা, ৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : কলকাতায় বাংলাদেশী বইমেলার চতুর্থ দিনেও ছিল পাঠক-দর্শকের উপচেপড়া ভিড়।
মেলায় চন্দ্রবতী প্রকাশনীর স্টলের সামনে অবস্থানকারী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মধুমিতা খাস্তগীর বাসস’র এই প্রতিনিধির সঙ্গে আলাপকালে বলেন, আমি প্রতি বছর এ মেলায় আসি, বই কিনি আর আড্ডা দেই। কারণ বিভিন্ন স্টল ঘুরে দেখা আর বই কেনার মধ্যে অনেক আনন্দ।
এছাড়াও এ মেলায় আসা সমীর ভদ্র জানান, তিনি মেলায় আসেন বই কেনার জন্য।
সমীর ভদ্র বলেন, বাংলাদেশী লেখকদের বইয়ের আমি কদর করি, তাদের প্রকাশনার মানও আনেক ভালো।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর স্টলে বই কিনতে আসা রূপক লাল সমাজপতি বলেন, আমি এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজ নামচা বইটি কিনবো বলে।
এ বছর সরকারী ও বেসরকারী মিলিয়ে মোট ৮৮টি প্রকাশনা সংস্থা মেলায় আংশ নিয়েছে।
এদিকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কনস্যুলার মো. বশীর উদ্দীন বলেন, এ মেলা দু’দেশের সম্পর্ককে আরো জোরদার করবে।
বইমেলায় প্রতিদিনের মত আজ সন্ধ্যায়ও ‘বাংলা নাটকের গতি প্রকৃতি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের অন্যতম নাট্য-সংগঠক, খ্যাতিমান অভিনেতা, মঞ্চ নির্দেশক ও নির্মাতা রামেন্দু মজুমদার।
মেলার আয়োজকরা জানান, আগমী ৮ নভেম্বর মেলায় আসবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/২১৪৫/এসই