বাসস দেশ-৩০ : রোহিঙ্গা সংকট নিরসনে ভিয়েতনামের সহযোগিতা চাইল ঢাকা

427

বাসস দেশ-৩০
মোমেন-ভিয়েতনাম-রোহিঙ্গা
রোহিঙ্গা সংকট নিরসনে ভিয়েতনামের সহযোগিতা চাইল ঢাকা
ঢাকা, ৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আশিয়ানের কাঠামোয় রোহিঙ্গা সংকট নিরসনে ভিয়েতনামের সহায়তা চেয়েছেন। ২০২০ সালের জানুয়ারি নাগাদ মিয়ানমারসহ ১০ সদস্যের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা, আশিয়ানের সভাপতি হচ্ছে ভিয়েতনাম।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভন খোয়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকাল তিনি এই সহায়তা চান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভিয়েতনাম বাংলাদেশের ঘনিষ্ঠ অংশিদার ফলে বাংলাদেশ বন্ধুপ্রতীম দেশ ভিয়েতনামের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
ড. মোমেন ভিয়েতনামের কোম্পানীগুলোর প্রতি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, অশুল্ক বাধা অপসারিত হলে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য আরো বৃদ্ধি পাবে।
বাসস/টিএ/অনু-জেহক/২১২০/কেএমকে