স্বল্প মেয়াদি ঋণ ও আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়ে কর্মশালা

545

ঢাকা, ৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই)’র উদ্যোগে মানসম্মত বিক্রয় চুক্তি, নির্দিষ্ট আর্থিক লেনদেন এবং বিভিন্ন ডকুমেন্টেশন সঠিকভাবে প্রণয়ন সংক্রান্ত কর্মশালার আয়োজন করেছে।
এফবিসিসিআই মিলনায়তনে ‘শর্ট-টার্ম ট্রেড ফাইন্যান্স এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড’ বিষয়ক এই কর্মশালা গতকাল শেষ হয়।
কর্মশালায় আন্তর্জাতিক নিয়মাবলী এবং মান সম্পর্কে জ্ঞান অর্জন করে রপ্তানীকারক, আমদানিকারক, ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংক, ক্যারিয়ার, ফ্রেইট ফরওয়ার্ডার,ইনস্যুরেন্স কোম্পানী, আইনী পরামর্শকগণরা তাদের প্রতিদিনের ব্যবসা-বাণিজ্যে সফল হতে পারে সেই বিষয়টি তুলে ধরা হয়।
ব্যাংকিং কমিশন অব চেক প্রজাতন্ত্র এবং কমিশন অন কমার্শিয়াল ল এন্ড প্র্যাক্টিস সেক্রেটারি এবং ট্রেড ফাইন্যান্স বিষয়ক অভিজ্ঞ প্রশিক্ষক পাভেল এ্যান্দ্রল দু’দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন।
কর্মশালার সমাপনী দিনে হাসিনা নেওয়াজ, মো. রেজাউল করিম রেজনু এবং এফবিসিসিআই পরিচালক মুনির হোসেন উপস্থিত ছিলেন।
কর্মশালায় দেশের বিভিন্ন ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠানের ২৪ জন প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারীবৃন্দ তাদের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতা এবং ব্যবসা পরিচালনায় উদ্ভুত সমস্যাবলী শেয়ার করেন।