বাসস দেশ-৩৩ (লিড) : তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

502

বাসস দেশ-৩৩ (লিড)
হাছান-প্রতিনিধি-সাক্ষাৎ
তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঢাকা, ২ নভেম্বর, ২০১৯ (বাসস) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আজ ১৪ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। আজ তার কার্যালয়ে প্রতিনিধি দল এই সাক্ষাৎ করে।
ত্রিপুরার বিধানসভার স্পিকার রেবতী মোহন দাসের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলের মধ্যে ত্রিপুরার বিধানসভা সদস্য আশীষ কুমার সাহা এবং আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার ছিলেন।
বৈঠকে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং দু’দেশের বিদ্যমান বন্ধুত্বকে আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অভিন্ন মত প্রকাশ করেন।
সফররত প্রতিনিধি দল আগরতলায় প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উদ্বোধনের জন্য চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি ড. হাছান মাহমুদের আগরতলা সফরের কথা স্মরণ করেন। তখন তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে আন্তরিক বৈঠক করেছিলেন।
ভারতীয় প্রতিনিধি দল ১ নভেম্বর তিন দিনের সফরে বাংলাদেশ আসে। ‘সম্প্রীতি’ নামের একটি ভারত-বাংলাদেশ মৈত্রী সংস্থা এ সফরের আয়োজন করে। ত্রিপুরার এমএলএ আশীষ কুমার সাহা এর সভাপতি।
বাসস/বিএনএ/অনু-এইচএন/২২২৬/কেকে