শেষ হলো ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকদের আন্তর্জাতিক সম্মেলন

498

ঢাকা, ২ নভেম্বর, ২০১৯ ( বাসস) : দেশীয় গবেষণার সঙ্গে আন্তর্জাতিক গবেষণার অভিজ্ঞতা নিয়ে ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আজ শেষ হয়েছে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বল রুমে শুক্রবার দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন ও সাধারণ সভার আয়োজন করে বাংলাদেশে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রধানতম সংগঠন ‘বাংলাদেশ অ্যান্ডোক্রাইন (অন্তঃস্রাব) সোসাইটি’ (বিইএস)।
শেষের দিন আজ অস্ট্রেলিয়ার ডা. ডানকান টপলিস, কানাডার অধ্যাপক আন্দ্রে ল্যাক্রিক্স, ভারতের ডা. হরি কুমার, শ্রীলঙ্কার ডা. মনিলকা সুমানাতিলেকে, বাংলাদেশের ডা. নজরুল ইসলাম, ডা. মো. হাফিজুর রহমান, ডা. মহিতুল আলম, ডা. মো. ফিরোজ আমিন, ডা. সালাউদ্দিন আল আজাদ, ডা. সুলতানা মারুফা শেফিন, ডা. মো. নজরুল ইসলাম, ডা. আহসানুল হক আমিন, ডা. নাজমুল কবির বক্তব্য রাখেন।
আয়োজকরা জানিয়েছেন, সারাদেশের সব ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৫০০ এর বেশি চিকিৎসক এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, ভারতসহ দেশের বাইরের ২০ জন এবং দেশের ৪২ জন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ গবেষক তাদের বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
তারা দেশে প্রচলিত চিকিৎসা পদ্ধতির সঙ্গে আধুনিক চিকিৎসা-ব্যবস্থাপনার সমন্বয় স্থাপনের চেষ্টা করেছেন। বিশেষজ্ঞদের মতে, দেশীয় গবেষণার সঙ্গে আন্তর্জাতিক গবেষণালব্ধ ফলগুলোর উপস্থাপনায় বাংলাদেশের চিকিৎসকদের আধুনিকতম চিকিৎসা দেওয়ার পথ সুগম করবে।
তরুণ চিকিৎসকদের মেধা ও মানসম্পন্ন চিকিৎসা সেবায় ব্রতী হতে বিশ্বব্যাপী এ ধরনের সম্মেলনগুলোকেই সবচেয়ে বড় মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়। বাংলাদেশের বিপুল সংখ্যক ডায়াবেটিসের রোগী, থাইরয়েডের সমস্যায় আক্রান্ত মানুষ, দৈহিক স্থূলতায় ভোগা লোকজন, হাড়ক্ষয় ও রজঃনিবৃত নারীদের সুচিকিৎসা, সর্বোপরি অসংক্রামক রোগসমূহের প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে এ সম্মেলনলব্ধ জ্ঞান ব্যাপকভাবে কাজে লাগতে পারে বলে সম্মেলনে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. ফারুক পাঠানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অ্যান্ডোক্রাইন সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আন্দ্রে লেখ্রো। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেল্থ সায়েন্সের ইমেরিটাস অধ্যাপক ডা. হাজেরা মাহতাব, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. জাফর আহমেদ লতিফ, বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হাফিজুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক ডা. এসএম আশরাফুজ্জামান, সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. শাহজাদা সেলিম, অধ্যাপক ডা. দিনা শ্রেষ্ঠা প্রমুখ। বিকেলে বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. শাহজাদা সেলিম তার গবেষণা প্রতিবেদন চিকিৎসকদের সামনে উপস্থাপন করেন।
ডা. একে আজাদ বলেন, সময়ের পরিক্রমায় বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটি বৃহৎ একটি সংগঠনে রূপ নিয়েছে, যা দেখেই আনন্দ হচ্ছে। অ্যান্ডোক্রাইন সমস্যার প্রতি বর্তমানে পৃথিবীব্যাপী ফোকাসের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা বর্তমানে খুবই কমন। পথ চলায় যতো বাধা আছে, সে সব উতরে সামনে এগিয়ে যেতে হবে। এ বিষয়ে বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটি সক্রিয় ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।