বাসস ক্রীড়া-১৬ : সাদমানের সেঞ্চুরি : বড় সংগ্রহের পথে ঢাকা মেট্রো

247

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-এনসিএল
সাদমানের সেঞ্চুরি : বড় সংগ্রহের পথে ঢাকা মেট্রো
ঢাকা, ২ নভেম্বর, ২০১৯ (বাসস) : ওপেনার সাদমান ইসলামের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম দিনই বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা মেট্রো। চলমান ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ফিরতি পর্বের দ্বিতীয় স্তরের ম্যাচে প্রথম দিন শেষে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান করেছে ঢাকা মেট্রো। ১৬২ রানে অপরাজিত আছেন সাদমান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ঢাকা মেট্রো। দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় ঢাকা। শুন্য রানে ফিরেন ওপেনার আজমির আহমেদ। এরপর শামসুর রহমানকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন সাদমান। শামসুর ৫০ রানে থেমে যান।
শামসুরের বিদায়ে ক্রিজে সাদমানের সঙ্গী হন অধিনায়ক মার্শাল আইয়ুব। এই জুটিও দলকে ৮০ রান উপহার দেন। চা-বিরতির আগে ব্যক্তিগত ৪০ রানে আউট হন মার্শাল। চা-বিরতির আগে ৯৭ রানে অপরাজিত ছিলেন সাদমান।
বিরতির পর পাঁচ নম্বরে নামা আল-আমিনকে নিয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে অষ্টম সেঞ্চুরির স্বাদ নেন সাদমান। চতুর্থ উইকেটে আল-আমিনকে নিয়ে সাদমানের ১৬২ রানের জুটিতে দিন শেষে বড় সংগ্রহ পায় ঢাকা। আল-আমিন ১১টি চার ও ২টি ছক্কায় ১১০ বলে ৮৩ রানে থামেন। তখন দিনের খেলা শেষ হতে ২০ বল বাকী ছিলো।
দিনের বাকী সময় সাদমানকে সঙ্গ দিয়েছেন উইকেটরক্ষক জাবিদ হোসেন। সাদমান ১৬২ ও জাবিদ ৭ রানে অপরাজিত আছেন। সাদমানের ২৫৭ রানের ইনিংসে ২১টি চার ও ২টি ছক্কা ছিলো।
বাসস/এএমটি/২০০২/স্বব