বাসস ক্রীড়া-১৫ : এবাদতের বোলিং তোপে প্রথম দিনই অলআউট বরিশাল ; ভালো অবস্থায় সিলেট

250

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-এনসিএল
এবাদতের বোলিং তোপে প্রথম দিনই অলআউট বরিশাল ; ভালো অবস্থায় সিলেট
ঢাকা, ২ নভেম্বর, ২০১৯ (বাসস) : ডান-হাতি পেসার এবাদত হোসেনের বোলিং তোপে সিলেট বিভাগের বিপক্ষে স্বল্প রানেই গুটিয়ে গেল বরিশাল বিভাগ। চলমান ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ফিরতি পর্বে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম দিনই ১৬২ রানে অলআউট বরিশাল বিভাগ। ১৬ ওভারে ৩৬ রানে ৫ উইকেট নেন এবাদত। জবাবে প্রথম দিন শেষে ১ উইকেটে ৮২ রান করেছে সিলেট। ফলে ৯ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে সিলেট।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বরিশাল। ব্যাট হাতে নেমে প্রথম ২ ওভারে কোন উইকেট হারায়নি বরিশাল। তবে তৃতীয় ওভারে ডাবল উইকেট নেন এবাদত। বরিশালের ওপেনার শাহরিয়ার নাফীস ও অধিনায়ক ফজলে মাহমুদ খালি হাতে ফিরেন।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল, আজ নিজেকে মেলে ধরতে পারেননি। স্পিনার এনামুল হক জুনিয়রের বলে আউট হবার আগে ২০ রান করেন তিনি। এরপর চার নম্বরে ব্যাট হাতে নামা রাফসান আল মাহমুদও ১০ রানের বেশি করতে পারেননি। মাহমুদ এবাদত তৃতীয় শিকারে পরিনত হলে ৩৫ রানেই ৪ উইকেট হারায় বরিশাল।
পরবর্তীতে চার ব্যাটসম্যানের ছোট ছোট ইনিংসে সম্মানজনক স্কোরে পৌঁছায় বরিশাল। নুরুজ্জামান ৪০, সালমান হোসেন ২৫, সোহাগ গাজী ২৩ ও মনির হোসেন ১৮ রান করেন। এবাদতের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।
জবাবে দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও শাহনাজ হোনের সিলেটকে ৭৮ রানের সূচনা এনে দেন। ইমতিয়াজ ৪৮ রানে আউট হলেও ৩২ রানে অপরাজিত থেকে যান শাহনাজ। তার সঙ্গী এনামুলের সংগ্রহ ২ রান।
বাসস/এএমটি/২০০০/স্বব