নীলফামারীতে চলছে ৫ দিনের আন্তর্জাতিক নাট্যোৎসবে

479

নীলফামারী, ২ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় চলছে ৫ দিনের আন্তর্জাতিক নাট্যোৎস। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হবে নাটক “বুদে রামের কূপে পড়া”। বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিকের রচনা ও নির্দেশনায় রাজশাহীর অনুশীলন নাট্যদল পরিবেশন করবে ওই নাটক ।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই উৎসবের প্রথম দিন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ‘ভানু সুন্দরীর পালা’।
উইলিয়াম সেক্সপিয়ারের “রোমিও এন্ড জুলিয়েট” এর ছায়া অবলম্বনে নাটকটি পরিবেশন করেন ভারতের “চাকদা নাট্যজন” এর শিল্পীরা। বাংলাদেশের হাজার বছরের নাট্যাঙ্গিক পালার আশ্রয়ে এ নাটকটি তৈরী করা হয়েছে। পালাকার বা বয়াতিদের নাট্য বয়ানের রীতি অনুযায়ী এ নাটকের অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন।
হাজার বছরের বঙ্গ পালা এ লোকজ ঐতিহ্যকে আশ্রয় করে এ নাটক বাংলাদেশের কিশোরগঞ্জ ও নেত্রোকোনা আঞ্চলিক ভাষায় রচিত হয়েছে।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের সায়িক সিদ্দিকী। নাটকটিতে অভিনয় করেছেন ভারতের “চাকদা নাট্যজন” ।গতকাল সকাল ১০ টায় নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদ, জেলা শিল্পকলা একাডেমি ও নীলসাগর গ্রুপের সহযোগীতায় স্থানীয় জলসিড়িঁ নাট্য সংস্থার আয়োজনে শুরু হয় নাট্যোৎসব। পাঁচদিন ব্যাপী এ নাট্যোৎসবে বাংলাদেশ ও ভারতের পাঁচটি নাট্যদল একটি করে নাটক পরিবেশন করবে।