বাসস বিদেশ-৩ : জাপানের এক বেসরকারি উদ্যোক্তার রকেট উৎক্ষেপণ ব্যর্থ

160

বাসস বিদেশ-৩
জাপান-মহাকাশ-রকেট
জাপানের এক বেসরকারি উদ্যোক্তার রকেট উৎক্ষেপণ ব্যর্থ
টোকিও, ৩০ জুন, ২০১৮ (বাসস ডেস্ক): জাপানে বেসরকারি উদ্যোক্তার তৈরি করা একটি রকেটের উৎক্ষেপণ শনিবার ব্যর্থ হয়েছে। বেসরকারিভাবে মহাকাশে রকেট পাঠানোর ক্ষেত্রে এটি ছিল জাপানের প্রথম পদক্ষেপ। ফলে এ রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় এটি ছিল তাদের জন্য একটি বড় আঘাত।
জাপানের জনপ্রিয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইভডোরের মালিকের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত ইন্টারস্টেলার টেকনোলজিজের মনুষ্যবিহীন রকেট মোমো-২’র উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। হোক্কাইডোর দক্ষিণাঞ্চলের তাইকি উৎক্ষেপণ স্থল থেকে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায় ১০ মিটার দীর্ঘ রকেটটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যে এতে আগুন ধরে যায় এবং বিধ্বস্ত হয়। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে ইন্টারস্টেলার টেকনোলজিজ জানায়, সর্বশেষ এ ব্যর্থতার কারণ বিশ্লেষণ করে তারা তাদের রকেট উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখবে।
বাসস/এমএজেড/১২১০/এমএবি