বাসস দেশ-৪০ : রাজধানীতে নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ করেছে রাজউক

288

বাসস দেশ-৪০
রাজউক-অভিযান
রাজধানীতে নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ করেছে রাজউক
ঢাকা,৩১ অক্টোবর, ২০১৯(বাসস): রাজধানীতে অননুমোদিত ও নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ (রাজউক)।
রাজউক এর জোন-৮ এর আওতাধীন এলাকায় (দনিয়া, কদমতলী, শ্যামপুর, মাতুয়াইল, জুরাইন, চাষাড়া, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, ভুইগড়, বন্দর ইত্যাদি) অননুমোদিত ও নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে কদমতলী এলাকায় বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে কদমতলীর মেরাজ নগর ও দনিয়ায় নির্মাণাধীন ইমারতের রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মিত বেইজমেন্ট, বারান্দা, সিড়ি, আবশ্যিক উন্মুক্ত স্থানে (সেটব্যাক) নির্মিত অবৈধ স্থাপনা আংশিক অপসারণ করা হয় ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন এবং ডিপিডিসির প্রতিনিধির মাধ্যমে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান, জোন-৮/১ এর যৌথ নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা এই অভিযানে সহায়তা প্রদান করে।
বাসস/সবি/এমএমবি/২০১০/জেহক