বাসস ক্রীড়া-১০ : টি-২০ বিশ্বকাপের পর ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেবেন মরগান

285

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-মরগান
টি-২০ বিশ্বকাপের পর ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেবেন মরগান
ক্রাইস্টচার্চ, ৩১ অক্টোবর, ২০১৯ (বাসস) : আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ শেষে দলে নিজের ভবিষ্যত বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের সিমিত ওভার অধিনায়ক ৩৩ বছর ইয়োইন মরগান।
মরগানের নেতৃত্বে গত জুলাইয়ে নিজ মাঠে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করে ইংল্যান্ড।
তবে সাম্প্রতিক বছরগুলোতে পিঠের ইনজুরি সমস্যায় ভুগছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের আগে সাংবাদিকদের মরগান বলেন, ‘আমি বলছিনা আগামী বিশ্বকাপের পরই অবসর নেব। আমি কাউকে ছোট করতে চাইনা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত আমি চালিয়ে যেতে চাই এবং এর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে আমাদের দলে একটি বিশেষ গ্রুপ রয়েছে। এই গ্রুপটিকে নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান মনে করছি এবং আমি মনে করি আমরা আরো বিশেষ কিছু করতে পারব।’
গত জুলাই মাসে লর্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে বাউন্ডারি বিবেচনায় পরাজিত হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে বেন স্টোকস, জোফরা আর্চার এবং জেসন রয়কে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড।
পাঁচ নতুন মুখ অন্তর্ভুক্ত করে নবীন প্রবীনের সমন্বয়ে টি-২০ দল গঠন করেছে ইংল্যান্ড। তবে মরগানের মতে বিশ্বকাপ দলে নতুনদের জায়গা পাওয়াটা খুব সহজ হবেনা।
তিনি বলেন, ‘আমাদের সেরা একাদশে সুযোগ পাওয়ার খুব বেশি জায়গা নেই এবং সম্ভবত এক বছর আগেই আমাদের চূড়ান্ত ১৫ নিশ্চিত হয়ে গেছে।’
বাসস/২০০২/স্বব