বাসস ক্রীড়া-১২ : সাকিবের আরও বড় শাস্তি আশা করেছিলেন ভন-রমিজ

241

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-সাকিব
সাকিবের আরও বড় শাস্তি আশা করেছিলেন ভন-রমিজ
ঢাকা, ৩০ অক্টোবর, ২০১৯ (বাসস) : দুর্নীতি দমন ইউনিটের কাছে জুয়াড়িদের ব্যাপারে তথ্য গোপন রাখার অপরাধে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দু’বছরের নিষিদ্ধ করে বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে। তবে নিজের দায় স্বীকার করে নেয়ায় সাকিবের এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। সাকিবের এমন নিষেধাজ্ঞায় ব্যথিত ক্রিকেট বিশ্ব। কিন্তু সাকিবের শাস্তিতে খুশী এমন ব্যক্তিও খুঁজে পাওয়া গেল। অবশ্য তাতেও যেন তাদের মন ভড়েনি তাদের। সাকিবের আরও বেশি শাস্তি হওয়া উচিত ছিলো বলে মন্তব্য করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও পাকিস্তানের সাবেক দলপতি রমিজ রাজা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভন লিখেন, ‘দুই বছর একেবারেই যথেষ্ট নয়। অবশ্যই আরও লম্বা শাস্তি প্রয়োজন ছিল সাকিবের।’
পাকিস্তানের রমিজ, সাকিবের নিষেধাজ্ঞাকে ‘চমৎকার পতন’ বলে অ্যাখায়িত করেছেন। টুইটারে রমিজ লিখেন, ‘সাকিব আল হাসানের এই নিষেধাজ্ঞা ক্রীড়াপ্রেমী এবং খেলোয়াড় সকলের জন্য একটা শিক্ষা। যদি আপনি খেলাটাকে অসম্মান করেন এবং আরোপিত নিয়ম-নীতির তোয়াক্কা না করে খেলাটার চেয়ে নিজেকে বড় করার চেষ্টা করেন, তবে চমৎকার একটি পতনের জন্য তৈরি থাকুন। দুঃখজনক।’
‘চমৎকার পতন’ কথাটি লিখে নিজের মনের আনন্দকে তুলে ধরলেন রমিজ। কিন্তু ক্রিকেট জগতে দুর্নীতি-অনিয়মের জন্য সবচেয়ে বেশি শাস্তি যে পেয়েছে তার দেশ পাকিস্তানী খেলোয়াড়রা সেটি হয়তো ভুলেই গিয়েছেন তিনি।
ভন-রমিজের বিপরীতে কথা বললেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
সাকিবের নিষেধাজ্ঞায় অখুশী তিনি। টুইটারে দ্রাবিড় লিখেছেন, ‘অবিশ্বাস্য! সাকিবের শাস্তিটা বেশি কঠোর হয়ে গেল না? সে কি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল? আমার মনে হয়, তার অপরাধ হলো আইসিসি এবং এন্টি করাপশন ইউনিটকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে না জাননো। এজন্য দুই বছরের নিষেধাজ্ঞা একটু বেশিই কঠিন হয়ে গেছে। আশা করি আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’
বাসস/এএমটি/১৯৩০/স্বব