সাকিবকে ছাড়া ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লো মাহমুদুল্লাহ-মুশফিকরা

309

ঢাকা, ৩০ অক্টোবর, ২০১৯ (বাসস) : নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া ভারতের বিপক্ষে তিনটি টি-২০ ও দু’টি টেস্ট খেলতে আজ দেশ ছাড়লো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুর্নীতি দমন ইউনিটের কাছে জুয়াড়িদের ব্যাপারে তথ্য গোপন রাখার অপরাধে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দু’বছরের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিবকে। তবে নিজের দায় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে সাকিবের। তারপরও সাকিবকে ছাড়া প্রথমবারের মত ভারত সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
সাকিবের পরিবর্তে টি-২০ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ডান-হাতি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। আজ দুপুর ৩টায় দেশ ছাড়ার সময় বিমান বন্দরে ভারত সফর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘দায়িত্ব যখন পেয়েছি, চেষ্টা করব ঠিকঠাকভাবে পালন করতে। আমরা যখন মাঠে নামি তখন আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো দেশের জার্সি। এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কিছুই হতে পারে না। আমরা চেষ্টা করব মাঠে যেন ভালো করতে পারি। পরিসংখ্যান বলছে, ভারত অনেক শক্তিশালী দল। তাই দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। যখন যে সুযোগ আসবে সেগুলো ভালোভাবে কাজে লাগাতে হবে। যেন ম্যাচ জিততে পারি আমরা।’
দলের সাথে সাকিব না থাকায়, হতাশা ঝড়েছে মাহমুদুল্লাহ’র কন্ঠে। তিনি বলেন, ‘অবশ্যই সাকিবকে মিস করব। সে বাংলাদেশ দলের বড় তারকা। সবাই তার জন্য ব্যথিত। জানি সে আমাদের দলের জন্য, দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে একটা ভুল করেছে, অপরাধ করেনি। তার প্রতি আমাদের সমর্থন থাকবে। তাকে আগের মতোই ভালোবাসব। আমাদের কাজ জীবন দিয়ে দেশের হয়ে খেলা, এটাই চেষ্টা করব।’
টি-২০ দিয়ে এবারের সফর শুরু করবে বাংলাদেশ। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। ১৪ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।