রাজধানীর রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুর প্রাণহানি

333

ঢাকা, ৩০ অক্টোবর, ২০১৯ (বাসস) : রাজধানীর রূপনগরে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৬ জন।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মনিপুর স্কুল এলাকায় একজন বিক্রেতা সিলিন্ডার দিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন। বেলুন ফুলানোর সময় এটির বিস্ফোরণ ঘটে। এ সময় আশেপাশে দাঁড়িয়ে থাকা ৬ শিশু মারা যান। নিহত শিশুরা হচ্ছে- নুপুর, ফারজানা, জান্নাত, রমজান ও রিয়া। এক শিশুর পরিচয় জানা যায়নি। শিশুদের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে।
বিস্ফোরণে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই ওই শিশুদের মৃত্যু হয়। এদিকে বেলুন বিক্রেতা আবু সাইদকে গ্রেফতার করা হয়েছে। তিনিও বিস্ফোরণে আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে বলে ওসি আবুল কালাম আজাদ নিশ্চিত করেন।