জাতীয় সঙ্গীত দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে সাহায্য করে থাকে

336

জয়পুরহাট, ৩০ অক্টোবর, ২০১৯ (বাসস): শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে হারমোনিয়াম প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জাতীয় সঙ্গীত দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে সাহায্য করে থাকে। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে সংস্কৃতি চর্চার জন্য হারমোনিয়াম প্রদান করা হয়।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিকের সঞ্চালনায় হারমোনিয়াম বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সভাপতি আমিনুল হক বাবুল, জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী প্রমূখ। জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথি, জেলা স্কাউটস সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে সাহায্য করে থাকে উল্লেখ করে বক্তারা আরও বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে পরিশিলিত মানুষ তৈরি হয়। যা বাংলাদেশের জন্য এখন খুবই প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত ও সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষ্যে অনুষ্ঠানে জয়পুরহাট সদরের পল্লীবালা বালিকা উচ্চ বিদ্যালয়, কোমরগ্রাম উচ্চ বিদ্যালয়, সদর থানা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতন ও কড়ই কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে হারমোনিয়াম তুলে দেন প্রধান অতিথি।