বাসস দেশ-৩৬ : চারুশিল্পী কালিদাস কর্মকারের স্মরণ সভা অনুষ্ঠিত

286

বাসস দেশ-৩৬
কালিদাস-শ্রদ্ধা-স্মরণসভা
চারুশিল্পী কালিদাস কর্মকারের স্মরণ সভা অনুষ্ঠিত
ঢাকা, ২৯ অক্টোবর, ২০১৯ (বাসস) : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নন্দিত চারুশল্পী কালিদাস কর্মকারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, চিত্রশিল্পী হাসেম খান, শিল্প সমালোচক মঈনদ্দিন খালিদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, কালিদাস কর্মকার তার কাজের মাধ্যমে আমাদের সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।
কালিদাস কর্মকারের কাজের স্বীকৃতি স্বরূপ তাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক, এস এম সুলতান স্বর্ণ পদক এবং একুশে পদক প্রদান করা হয়েছে। এছাড়াও তিনি দেশী ও বিদেশী অনেক সম্মানে ভূষিত হয়েছেন।
গত ১৮ অক্টোবর গুণী এই চারুশিল্পী পরলোক গমন করেন। ২১ অক্টোবর সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রিয় শহীদ মিনারে আনা হয়।
বাসস/সবি/এসএস/১৯৫৫/-জেজেড