মাগুরা ও লালমনিরহাটে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত

302

ঢাকা, ২৬ অক্টোবর, ২০১৯ (বাসস) : র‌্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ শনিবার মাগুরা ও লালমনিরহাটে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
বাসস-এর মাগুরা সংবাদদাতা জানান, সকালে র‌্যালি শেষে জেলায় তফসিলভুক্ত ১৪টি ব্যাংকের আয়োজনে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত এ কনফারেন্সে ঝিনাইদহে সোনালী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক দিব্যেন্দু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনায় বাংলাদেশ নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনায় বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আমজাদ হোসেন খান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক আফাজ উদ্দিন, মাগুরা জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার প্রমুখ।
কনফারেন্সে বক্তারা স্কুল ব্যাংকিংয়ের উপর গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের সঞ্চয়ী হওয়ার আহবান জানান। পরে অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
বাসস-এর লালমনিরহাট সংবাদদাতা জানান, আজ সকালে র‌্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তন এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের আয়োজনে ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারুক মঈনউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক গোলাম হায়দার।
অনুষ্ঠানে জেলায় অবস্থিত বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকগন উপস্থিত ছিলেন।
এই কনফারেন্সে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫০ জন শিক্ষার্থী একশ’ টাকা জমা দিয়ে বিভিন্ন ব্যাংকে ‘স্কুল ব্যাংকিং’ হিসাব খোলে।