বাসস বিদেশ-৪ : মেক্সিকোর নির্বাচনকে সামনে রেখে ১৩৩ জন রাজনীতিবিদ নিহত

178

বাসস বিদেশ-৪
মেক্সিকো-নিহত

মেক্সিকোর নির্বাচনকে সামনে রেখে ১৩৩ জন রাজনীতিবিদ নিহত
মেক্সিকো সিটি, ২৯ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : মেক্সিকোর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত ১৩৩ জন রাজনীতিবিদ নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতা।
রোববার দেশটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশটির পরামর্শক সংস্থা ‘ইটিলেক্ট’-এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গত বছর সেপ্টেম্বর মাসে দেশটির নির্বাচনে অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর থেকে প্রচারণার শেষ সময় গত বুধবার পর্যন্ত এই হত্যাকান্ড ঘটে।
এমন কি দেশটির মিচাওকান নগরীর ভারপ্রাপ্ত মেয়রকে হত্যা করা হয়।
ইটিলেক্ট বার্তা সংস্থাকে জানায়, নিহতদের মধ্যে ৪৮ জন ক্ষমতায় থাকা অবস্থায় নিহত হন।
তাদের মধ্যে ২৮ জন প্রাথমিক নির্বাচনী প্রচারণার সময় ও অপর ২০ জন সাধারণ নির্বাচনের প্রচারণার সময় নিহত হন।
ইটালেক্ট পরিচালক রুবেন সালাজার বৃহস্পতিবার বলেন,“দেশটির স্থানীয় পর্যায়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে। ৭১ শতাংশ হত্যাকান্ডের ঘটনা নির্বাচিত কর্মকর্তার ও প্রার্থীদের উপর প্রচারণার সময় ঘটে।”
রেডিও নেটওর্য়াক “ফরমুলা” জানায়, এই হত্যাকান্ড স্থানীয় পর্যায়ের জন্য বড় ধরনের প্রশাসনিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
বাসস/কেকে/১৪১০/এমএবি