বাসস ক্রীড়া-১৩ : বরিশালে ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত

276

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বরিশাল
বরিশালে ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত
ঢাকা, ২৬ অক্টোবর, ২০১৯ (বাসস) : বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ দলের প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিনটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল। এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পাচ্ছে দক্ষিণ বাংলার এই স্টেডিয়ামটি।
বৃষ্টি কারণে মাঠ ভেজা ও বৈরি আবহাওয়া অব্যাহত থাকায় টস ছাড়াই সকাল ১০টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি রাকিবুল হাসান। আজ খেলা শুরুর আগে ঐতিহাসিক ম্যাচের জন্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিলো আয়োজকরা। কিন্তু দু’দিন ধরে বৃষ্টির কারণে উদ্বোধনী অনুষ্ঠানও স্থগিত করা হয়েছিলো।
এই ঐতিহাসিক ম্যাচকে সামনে রেখে চারদিন আগেই বরিশালে আসেন দু’দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। আর গতকাল বিকেলে এই সিরিজের ট্রফি উন্মোচন ও প্রদর্শন করেন বাংলাদেশ দলের অধিনায়ক অমিত হাসান ও শ্রীলংকার অধিনায়ক নিপুল ধনঞ্জয়া।
সফরকারী শ্রীলংকা দলের বিপক্ষে দু’টি চার দিনের এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দুই দলের দ্বিতীয় ও চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২ থেকে ৫ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম।
খুলনার একই স্টেডিয়ামে আগামী ৯ এবং ১১ নভেম্বর প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ-শ্রীলংকা। এরপর সিরিজের শেষ তিনটি ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে যথাক্রমে ১৪, ১৭ এবং ১৯ নভেম্বর।
বাসস/১৯২৫/এএমটি/স্বব