বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে গোল্ডেন বুটের দৌঁড়ে এগিয়ে কেন

296

মস্কো (রাশিয়া), ২৯ জুন ২০১৮ (বাসস) : গতরাতে শেষ হলো ২১তম ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব। গ্রুপ পর্বের মোট ৪৮টি ম্যাচ শেষে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। দুই ম্যাচে মোট ৫ গোল করে এখন পর্যন্ত গোল্ডেন বুট জয়ের দৌঁড়ে সবার আগে রয়েছেন তিনি।
চলতি বিশ্বকাপে তিউনিশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচে দু’গোল করেন কেন। মূলত তার দু’গোলেই ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইংলিশরা। এরপর পানামার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে ইংল্যান্ড। ঐ ম্যাচে হ্যাট্টিক করেন কেন। তৃতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না কেন।
চারটি করে গোল নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে যৌথভাবে রয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও বেলজিয়ামের রোমেলু লুকাকু।
তিনটি করে গোল নিয়ে এই তালিকায় যৌথভাবে তৃতীয়স্থানে আছেন স্পেনের দিয়াগো কস্তা ও রাশিয়ার ডেনিস চেরিশভ।