ব্রাহ্মণবাড়িয়ায় ‘ই-ট্রাফিক সিস্টেম’ সেবা চালু

533

ব্রাহ্মণবাড়িয়া, ২২ অক্টোবর, ২০১৯ (বাসস) : ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে জেলায় আজ আনুষ্ঠানিকভাবে ‘ই-ট্রাফিক সিস্টেম’ সেবা চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শহরের পুলিশ লাইনসের ড্রিল-শেড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ সিস্টেমের উদ্বোধন করেন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
ই-ট্রাফিক সিস্টেম সেবা পরিচালনায় সহযোগিতা করবে মোবাইল কোম্পানী ‘গ্রামীনফোন’ এবং ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’।
পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, ই-ট্রাফিক সিস্টেমের ‘পস-ডিভাইস’-এর মাধ্যমে যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চেসিস ও ইঞ্জিন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই, গাড়ির ট্যাক্স টোকেন সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই বাছাই করা যাবে। ই-ট্রাফিক সিস্টেম চালু হওয়ার ফলে গাড়ি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা কমবে, সময়ও বাঁচবে।