বাজিস-৫ : পিরোজপুরে ৪৫ হাজার ২৬৯ হেক্টর জমিতে রবিশস্য ও শীতকালীন শাকসবজি চাষ হচ্ছে

136

বাজিস-৫
পিরোজপুর-শীতকালীন শাকসবজি
পিরোজপুরে ৪৫ হাজার ২৬৯ হেক্টর জমিতে রবিশস্য ও শীতকালীন শাকসবজি চাষ হচ্ছে
পিরোজপুর, ২১ অক্টোবর ২০১৯ (বাসস) : জেলায় চলতি বছর ৪৫ হাজার ২৬৯ হেক্টর জমিতে বিভিন্ন রবিশস্য ও শীতকালীন শাকসবজি চাষ হচ্ছে। ইতিমধ্যে জেলার সর্বত্র কৃষকরা ফসলের মাঠে ব্যস্ত সময় পার করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ২৩ হাজার ২০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল উৎপাদানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৭ শত ৩৬ মেট্রিক টন।
এছাড়া ২০ হেক্টর জমিতে ৬০ মেট্রিকটন গম, ৩১৩ হেক্টর জমিতে ২ হাজার ৮১৭ মেট্রিকটন ভুট্টা, আলু একহাজার ৫ হেক্টর জমিতে ২১ হাজার ৩৭৩ মেঃ টন আলু, ৩৫০ হেক্টর জমিতে ৬হাজার ৫২৮ মেট্রিকটন মিস্টি আলু, ২৯৫ হেক্টর জমিতে ১৭ হাজার ১১০ মেট্রিকটন আখ, ৬০ হেক্টর জমিতে ৫৪০ মেট্রিকটন পেঁয়াজ, ৫৫ হেক্টর জমিতে ৩৮৫ মেট্রিক টন রসুন, ১৬০ হেক্টর জমিতে ২০৮ মেট্রিকটন ধনিয়া, ১১২ হেক্টর জমিতে ২৪৬ মেঃ টন সূর্যমুখি, ৪৮৮ হেক্টর জমিতে একহাজার ১২২ মেট্রিকটন মরিচ, ১৬৫ হেক্টর জমিতে ১৬৫ মেট্রিক টন সরিষা, তিনহাজার হেক্টর জমিতে ৩ হাজার ৩৫০ মেট্রিকটন মুগডাল, ১১ হাজার হেক্টর জমিতে ১৩ হাজার ২০০ মেঃ টন খেসারী এবং ৫২ হেক্টর জমিতে ১০৪ মেট্রিক টন চিনাবাদাম চাষাবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি, জেলায় চারহাজার ৯৯৪ হেক্টর জমিতে মোট একলাখ ৭ হাজার ৮৭০ মেট্রিকটন লালশাক, মুলা, পালং শাকসহ বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা অরুন রায় জানান, বোরো ধান এবং রবিশস্য চাষীদের উৎসাহিত করতে প্রতিবছরের মতো এবারও সরকারি প্রনোদনা দেয়া হবে।
বাসস/সংবাদদাতা/১৭০৬/এমকে