বাসস বিদেশ-২ : বিক্ষোভে উত্তাল লেবানন, কেবিনেটের জরুরি বৈঠক

118

বাসস বিদেশ-২
লেবানন-অস্থিরতা
বিক্ষোভে উত্তাল লেবানন, কেবিনেটের জরুরি বৈঠক
বৈরুত, ২১ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক): লেবাননে বিক্ষোভকারীরা সোমবারও পঞ্চম দিনের মতো তাদের প্রতিবাদ সমাবেশ অব্যাহত রাখছে।
এদিকে প্রধানমন্ত্রী সাদ হারিরি নজিরবিহীন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন।
দুর্নীতি ও সকল পর্যায়ের রাজনীতিকের বিরুদ্ধে লেবাননের শত শত লোক রাস্তায় গত চারদিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এতো বিশাল প্রতিবাদ বিক্ষোভ আর অনুষ্ঠিত হয়নি।
সোমবার সকালে বিক্ষোভকারীরা প্রধান প্রধান সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লোকজনকে কাজে যোগদানে বাধা দিতে শুরু করে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের প্রতি কাজ থেকে বিরত থাকার আহ্বান জানায়।
ব্যাংক, বিশ্বদ্যিালয় ও স্কুল বন্ধ থাকার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে হারিরি পরিস্থিতি নিয়ন্ত্রণে সংস্কার কর্মসূচির ঘোষণা দেবেন।
হোয়াটস আপ ও ম্যাসেঞ্জারে ডাক দেয়া আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভকারীরা প্রস্তাবিত করের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রতিবাদে অংশ নিতে শুরু করে। সরকার খুব দ্রুত এই পরিকল্পনা বাদ দিলেও বিক্ষোভকারীরা সার্বিক রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে।
এদিকে হারিরি সংস্কার কর্মসূচিতে সমর্থন দেয়ার জন্য তার মিত্রজোটদের তিনদিন সময় দিয়েছিলেন।
অর্থনৈতিক পুনরুদ্ধারে এই সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
একজন কেবিনেট কর্মকর্তা রোববার সন্ধ্যায় সকল দলের এ বিষয়ে সম্মত হওয়ার কথা জানান।
সংস্কারের বিষয় নিয়ে সোমবারের কেবিনেট বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কিন্তু বিক্ষোভকারীরা বলেছেন, হারিরির প্রস্তাব যথেষ্ট নয়। তারা সকল রাজনীতিকের পদত্যাগ দাবি করেন।
বিশ্ব ব্যাংকের হিসাব মতে, লেবাননী জনগণের এক তৃতীয়াংশেরও বেশি লোক দারিদ্র্য সীমার নিচে বাস করছে।
বাসস/জুনা/১৬৪৬/আরজি