আবরার হত্যার ইস্যু নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল বিএনপি : শামীম

330

নোয়াখালী, ২০ অক্টোবর, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন সিদ্ধান্তের জন্য বুয়েটের ছাত্র আবরার হত্যাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে ব্যর্থ হয়েছে বিএনপি-জামায়াত।
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশটাকে লুটেপুটে খেয়েছে। আর আন্দোলনের কোন ইস্যু না পেয়ে বিএনপি-জামায়াত আবরার হত্যার ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কঠিন সিদ্ধান্তের কারণে সেটিও ব্যর্থ হয়েছে।’
এনামুল হক শামীম আজ দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্ল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, মোরশেদ আলম এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম।