বাসস ক্রীড়া-১০ : শীর্ষ ক্যাটাগরিতেই সরফরাজ

263

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-পাকিস্তান
শীর্ষ ক্যাটাগরিতেই সরফরাজ
করাচি, ২০ অক্টোবর, ২০১৯(বাসস) : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মাত্র দুই দিন আগেই সরফরাজ আহমেদের অধিনায়কত্ব কেড়ে নিয়েছে। এরপরই পিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে সরফরাজের শ্রেনী ভুিক্ত বা ক্যাটাগরি নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে পিসিবি আজ তিন ফর্মেটের দলে থাকা বিদায়ী অধিনায়ক সরফরাজকে কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরি ‘এ’ শ্রেনীতে রাখার বিষয়টি নিশ্চিত করেছে।
সরফরাজকে নিচের কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরিতে নামিয়ে দেয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে পিসিবি’র এক মুখপাত্র জানান, আগামী বছর জুলাই মাস পর্যন্ত তিনি শীর্ষ ক্যাটাগরিতেই থাকবেন।
মুখপাত্র বলেন, ‘যেহেতু তিন ফর্মেটের দলেই তাকে পাওয়া যাচ্ছে তাই কেন্দ্রীয় চুক্তিতে কোন পরিবর্তন আনা হবে না।’
‘এ’ শ্রেনী ভুক্ত অপর দুই খেলোযাড় হচ্ছে পাকিস্তান টি-২০ দলের নব নিযুক্ত অধিনায়ক বাবর আজম ও লেগ স্পিনার ইয়াসির শাহ।
বাসস/স্বব/১৯২৫/মোজা/এএমটি