কাশ্মীর সীমান্তে বন্দুক হামলায় ৯ জন নিহত

321

শ্রীনগর(ভারত), ২০ অক্টোবর, ২০১৯(বাসস ডেস্ক) : কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর রোববার সর্বশেষ বন্দুক হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। বিবাদপূর্ণ অঞ্চলগুলোতে কারফিউ শিথিলের কারণে সাস্প্রতিক সময়ে এ ধরণের হত্যাকান্ডের ঘটনা বেড়েই চলেছে।
গত ৫ ই আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং সেখানে চলাফেরা ও যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম রূপ নিয়েছে। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির জন্যে উভয়পক্ষই একে অপরকে দোষারূপ করে আসছে।
ভারতীয় সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, কুপওয়ারা জেলায় পাকিস্তান বিনা উস্কানিতে হামলা চালানোয় দুই সৈন্য এক বেসামরিক নাগরিক নিহত এবং আরো তিনজন আহত হয়েছে।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কর্মকর্তারা বলছেন, মোজাফ্ফারাবাদ ও নিলাম ভ্যালিতে ছয় বেসামরিক নাগরিক নিহত ও আরো আটজন আহত হয়েছে।
মোজাফ্ফারাবাদের ডেপুটি কমিশনার বদর মুনির বলেন, বেসামরিক নাগরিকদের বাড়ি লক্ষ্য করে মর্টারের গোলা নিক্ষেপ করা হয় এবং এতে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। নিলাম ভ্যালির কর্মকর্তা আখতার আইয়ুব বলেন, হামলায় একজন বেসামরিক নিহত ও দুই জন আহত হয়েছে।
দিল্লী কাশ্মীরে মোবাইল নেটওয়ার্ক চালু করার দুদিন পর বুধবার সেখানে পাঁচজন নিহত হয়। এরপরই নতুন করে হতাহতের এ ঘটনা ঘটে।