বাসস ক্রীড়া-১৭ : বিশ্বকাপের ম্যাচের সময় ইংল্যান্ডে উত্তোলিত থাকবে জাতীয় পতাকা

368

বাসস ক্রীড়া-১৭
ফুটবল-বিশ্বকাপ-ইংল্যান্ড
বিশ্বকাপের ম্যাচের সময় ইংল্যান্ডে উত্তোলিত থাকবে জাতীয় পতাকা
লন্ডন, ২৮ জুন ২০১৮ (বাসস/এএফপি) : গ্যারেথ সাউথগেটের বিশ্বকাপ ফুটবল দলের সমর্থনে ব্রিটিশ হাউজ অব কমন্স তাদের জাতীয় পতাকা উত্তোলিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের উজ্জ্বল সূচনায় গোটা জাতির মধ্যে ছড়িয়ে পড়েছে এর উত্তেজনা।
বিশ্বকাপে জাতীয় দলের ম্যাচের দিন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে নিজের সরকারী বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের সামনে পতাকা উত্তোলন করে রাখার ঘোষণা দেয়ার পর সংসদে এই সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী সপ্তাহে বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের ম্যাচের দিন থেকে এটি কার্যকর করবে দ্য কমন্স। কমন্সের স্পিকার জন বারকো সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্বকাপে দলের সমর্থনে হাউজের এই সমর্থন দেখার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি ২০২২ বিশ্বকাপ অবদি এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।’
আগামী ২ জুলাই সোমবার অথবা ৩ জুলাই মঙ্গলবার (বেলজিয়ামের বিপক্ষে আজকের ম্যাচের ফলাফলের উপর তারিখটি নির্ভরশীল) নকআউট পর্বের ম্যাচে এই পতাকা উত্তোলিত থাকবে।
উল্লেখ্য, বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড যথাক্রমে তিউনিশিয়াকে ২-১ গোলে এবং পানামাকে ৬-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে।
বাসস/এএফপি/এমএইচসি/১৯৫৫/মোজা/স্বব