দক্ষিণ কোরিয়া কোচ তায়েইয়ং নিজেও অবাক

704

কাজান (রাশিয়া), ২৮ জুন ২০১৮ (বাসস) : গতকাল বিশ্ব ফুটবলের সবচেয়ে অঘটন ঘটলো। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও একনম্বর দল জার্মানিকে হারিয়ে দিয়েছে ফিফা র‌্যাংকিং-এ ৫৭তম স্থানে থাকা দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ মিশন শেষ হলো জার্মানির। জার্মানির এমন হারে অবাক হয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ শিন তায়েইয়ংও। তিনি বলেন, ‘আমি ভাবতে পারিনি, জার্মানিকে হারাতে পারবো। আমাদের লক্ষ্য ছিলো ভালো খেলা। তবে জয় নয়, ড্র করতে চেয়েছিলাম আমরা। কিন্তু বড় সাফল্যই পেয়েছি আমরা। এখনো এই জয় বিশ্বাস হচ্ছে না আমার।’
প্রথম দু’ম্যাচ হেরে ২১তম বিশ্বকাপ থেকে নিজেদের বিদায় আগেই নিশ্চিত করে রেখেছিলো দক্ষিণ কোরিয়া। তাই ‘এফ’ গ্রুপে জার্মানির বিপক্ষে দক্ষিণ কোরিয়ার ম্যাচটি ছিলো নিয়মরক্ষার। তবে জার্মানির জন্য ম্যাচটি ছিলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারন শেষ ষোলোতে উঠতে এ ম্যাচে বড় ব্যবধানে জয় ছাড়া অন্য কোন পথ খোলা ছিলো না জার্মানির।
কিন্তু জয় তো দূরের কথা, দক্ষিণ কোরিয়ার সাথে ড্রও করতে পারেনি জার্মানি। উল্টো দু’গোল হজম করে ম্যাচ হেরে বিশ্বের সামনে বড় অঘটনের পাত্র হয়ে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো জার্মানদের।
জার্মানদের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার জয়ে বিশ্ব যেমন অবাক হয়েছে, ঠিক তেমনি অবাক হয়েছে দলের কোচ তায়েইংও। তিনি বলেন, ‘জার্মানি গত বারের চ্যাম্পিয়ন। বিশ্বের এক নম্বর দল। অন্যান্যদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জার্মানির বিপক্ষে জয়ের কথা আমরা চিন্তাও করিনি। তবে তাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে আমরা পরিকল্পনা করেছিলাম। সবাই ভেবেছিল আমরা এ ম্যাচ বাজেভাবে হারবো। আমাদের হারানোর ব্যাপারে অনেক বেশি ইতিবাচক ছিলো জার্মানিও। তবে তাদের আত্মবিশ্বাসটাকেই আমরা পাল্টা হাতিয়ার করেই ম্যাচ জিতে নিলাম। জার্মানির বিপক্ষে দলের এই জয়ে আমি বিস্মিত।’
জার্মানির বিপক্ষে অবাক হলেও মনের মধ্যে কষ্ট রয়েই গেছে তায়েইয়ং-এর। কারন তার দল এবার গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করলো। তিনি বলেন, ‘জার্মানির বিপক্ষে জয়ী হয়ে আমি যেমনি উচ্ছ্বসিত তেমনি কষ্টও অনুভব করছি। ম্যাচের আগে আমাদের দলের খেলোয়াড়দের আমি বলেছিলাম, আমাদের ১ শতাংশ সুযোগ আছে। তাই তাদের জন্য এটি শেষ প্রচেষ্টা। আমি তাদের বলেছিলাম যাতে তারা শেষ পর্যন্ত লড়াই করে।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করায় দলের প্রশংসাও করেছেন তায়েইয়ং। জার্মানিকে হারানোয় গোল গড়ে এগিয়ে থাকায় গ্রুপে তৃতীয় হলো দক্ষিণ কোরিয়া। দলের কোচ বলেন, ‘আমরা শেষ ষোলোতে যেতে পারিনি। কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছি এবং তারা বিশ্বের এক নম্বর দল। আমি আশা করছি আমরা এটিকে ভিত্তি হিসেবে কাজে লাগাতে পার। এ থেকে আরো উন্নতি এবং ভবিষ্যতে আরও ভালো খেলতে পারবো।’