বাসস দেশ-১৬ : মুন্সীগঞ্জে বন্দুক যুদ্ধে ব্লগার বাচ্চু হত্যার আসামি জঙ্গি আব্দুর রহমান নিহত

357

বাসস দেশ-১৬
বন্দুক যুদ্ধ-নিহত
মুন্সীগঞ্জে বন্দুক যুদ্ধে ব্লগার বাচ্চু হত্যার আসামি জঙ্গি আব্দুর রহমান নিহত
মুন্সীগঞ্জ, ২৮ জুন, ২০১৮ (বাসস) : জেলায় পুলিশের সাঙ্গে বন্দুকযুদ্ধে ব্লগার শাহজাহান বাচ্চু হত্যা মামলার আসামি জঙ্গি আব্দুর রহমান নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে জেলার সিরাজদিখান উপজেলার বালুর চরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য সিরাজদিখান থানার এ এস আই দেলোয়ার, মো. হাসান এবং কনস্টেবল মোশারফ আহত হয়।
আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে হ্যান্ড গ্রনেড, আগ্নেয়াস্ত্র ও ব্লগার হত্যাকান্ডে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করেছে।
মুন্সীগঞ্জ জেলা ইন্টেলেজেন্ট অফিসার (ডি আই ওয়ান) মো. নজরুল ইসলাম জানান, এর আগে গত ২৪জুন পুলিশের কয়েকটি টিম যৌথ অভিযান চালিয়ে গাজীপুর থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করে।
তিনি জানান, এ মামলার অপর আসামিদের গ্রেফতার করতে বুধবার দিবগত গভীর রাতে জেলার সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচরে তাদের ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যাবার পথে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় আব্দুর রহমান নিহত হয়।
জঙ্গিরা দুই মাস ধরে খাস মহল বালুর চরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতো বলে পুলিশ জানায়।
নিহত আব্দুর রহমানের বাড়ি পঞ্চগড়ে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮৫৫/- জেজেড