মেক্সিকো কোচের কষ্ট

736

একাটোরিনবুর্গ (রাশিয়া), ২৭ জুন ২০১৮ (বাসস) : মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও বলেছেন, সুইডেন যেভাবে তাদের ক্ষতবিক্ষত করে শেষ ষোলত জায়গা করে নিয়েছে, তাতে তিনি ‘খুবই কষ্ট’ পেয়েছেন। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে বিশ্বকাপের শেষ ষোলতে পৌছেছে সুইডেন। পরাজিত হওয়া সত্ত্বেও গ্রুপ রানার আপ হিসেবে নকআউট পর্বে খেলবে মেক্সিকো।
ম্যাচের প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে তিন গোল আদায় করে যোগ্য দল হিসেবেই ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান দখল করে সুইডেন। মেক্সিকো ধরেই নিয়েছিল জার্মানি দক্ষিণ কোরিয়াকে হারাতে পারবে না। যে কারণে গ্রুপের শীর্ষস্থানের দখল নিয়ে দুই দলের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এদিন অবশ্য গ্রুপের অপর ম্যাচে কোরিয়ানদের হারানোতো দূরের কথাÑ উল্টো ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে বাধ্য হয় বিশ্ব চ্যাম্পিয়নরা।
১৯৮৬ সালের পর প্রথমবারের মতো মেক্সিকো শেষ ষোলতে জায়গা পেলেও খুশি হতে পারেননি ওসোরিও। তার মতে, দলের আরো ভালো পারফর্মেন্স দেখানো উচিৎ ছিলো। তাহলে অন্তত রানারআপ হয়ে তাদের দ্বিতীয় রাউন্ডে যেতে হতো না। ৫৬ বছর বয়সী এই কোচ বলেন, ‘প্রথম কথা হলো আমরা জার্মানি ও দক্ষিণ কোরিয়াকে হারানোর কারণে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছি । তবে শেষ পর্যন্ত আমি খুবই কষ্ট পেয়েছি। কারণ, আমরা তাদের (সুইডেন) কাছ থেকে তিন গোল হজম করেছি। এটি অতিরিক্ত কিছু হয়ে গেছে। সেখানে আমরা যেভাবে প্রতিরোধ করেছি তাতে আমি খুশি নই। এটি আমার জন্য একটি শিক্ষনীয় অভিজ্ঞতা।’
শেষ ষোলতে খেলার যোগ্যতা অর্জনকে তিনি ‘অম্লমধুর’ হিসেবে অভিহিত করেছেন। এ সময় সুইডেনের দীর্ঘ লং পাসে খেলারও সমালোচনা করেন মেক্সিকান ওই কলম্বিয় কোচ। তিনি বলেন, ‘এমন খেলায় আমি খুবই মর্মাহত। এ ধরনের খেলার সঙ্গে আমি মোটেও একমত নই। কেনো গোলরক্ষক সারাক্ষণ আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকবে। এমন আচরণের একটি খেলার কথা আমি ভাবতেও পারি না।’