বাসস ক্রীড়া-১১ : ইমার্জিং এশিয়া কাপ : বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়

471

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ইমার্জিং এশিয়া কাপ
ইমার্জিং এশিয়া কাপ : বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়
ঢাকা, ১৭ অক্টোবর, ২০১৯ (বাসস) : চলতি মাসে শ্রীলংকায় শুরু হতে যাওয়া নারী ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিততে চায় বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকার কলম্বোতে ২২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। স্বাগতিক শ্রীলংকা, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে।
বাংলাদেশ দলের প্রধান কোচ অঞ্জু জৈইন আজ সাংবাদিকদের বলেন, ‘গত এক বছর ধরে আমাদের মেয়েরা ভালো পারফরমেন্স করছে এবং মেয়েরা ম্যাচ ও টুর্নামেন্ট জিততে শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘ধারাবাহিকতার উপর আমাদের মনোযোগী হতে হবে। খেলোয়াড়রা ভালো করছে কিন্তু আমাদের আরও বেশি ধারাবাহিক হতে হবে।’
শ্রীলংকায় নারী ইমার্জিং এশিয়া কাপের জন্য ইতোমধ্যে নারীদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতীয় জৈন বলেন, তারা আরো বেশি বেশি খেলোয়াড় খুঁজছেন এবং তাদের জাতীয় দলের জন্য প্রস্তুত করছেন। ইমার্জিং এশিয়া কাপ বেশ কিছু খেলোয়াড়ের জন্য প্রমাণের বড় মঞ্চ হবে বলে মন্তব্য করেন ।
তিনি বলেন, ‘আমি যেমনটা বলছিলাম, আমরা আরও ম্যাচ জিততে চাই। এটি খুবই ভালো দিক আমাদের সামনে অনেক ম্যাচ রয়েছে। আমরা সামনে দু’টি বা তিনটি সিরিজ খেলবো। ৩০ জনের পুলের সকলেই ম্যাচ খেলবে এবং আমাদের নির্বাচনের জন্য বড় একটি পুল থাকবে।’
বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন শায়লা শারমিন। এই প্রথমবারের মত জাতীয় পর্যায়ের কোন দলকে নেতৃত্ব দিবেন তিনি।
শারমিন বলেন, ‘এটা একটা চ্যালেঞ্জ তবে আমি সেটা গ্রহণ করতে চাই। আমাদের লক্ষ্য ভালো খেলা এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া।’
উদ্বোধনী দিনই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশের নারীরা। লীগ পর্বে ২৩ ও ২৫ তারিখ যথাক্রমে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফাইনাল ম্যাচ হবে ২৭ অক্টোবর।
বাসস/এএমটি/২০৪০/স্বব