আমাদের প্রাপ্য আমরা পেয়েছি : জোয়াচিম লো

358

রস্তোভ (রাশিয়া), ২৮ জুন ২০১৮ (বাসস) : রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায় নেওয়াটা সঠিক হয়েছে বলে মনে করেন দলটির কোচ জোয়াচিম লো। গতকাল এফ গ্রুপে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে ২১তম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় গেলবারের চ্যাম্পিয়ন জার্মানি। এটিই জার্মানির প্রাপ্য ছিলো বলে জানান জার্মান কোচ লো, ‘আমাদের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটাই সঠিক হয়েছে। এভাবে খেললে এমনটাই হয়। আমাদের প্রাপ্য আমরা পেয়েছি।’
দক্ষিণ কোরিয়ার কাছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির হার, নাকি বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায়- কোনটিকে এবারের বিশ্বকাপে বা বিশ্বকাপের ইতিহাসে বড় অঘটন বলে মনে করা হচ্ছে। এটি নিয়ে আলোচনা চলছে। তবে বড় অঘটন যে হয়েছে, এটি বলার অপেক্ষা রাখে না। এমনটা বুঝতে পারছেন জার্মানির কোচ লো’ও। তবে দলের এভাবে বিদায় নেয়াটা সঠিক ছিলো বলে অকপটে স্বীকার করলেন তিনি, ‘সত্য স্বীকার করে নেওয়া ভাল। এতে লুকানোর কিছু নেই। যা সত্য তাই ঘটেছে, আমি সত্যটাই বলেছি। এই বিদায়ও ঐতিহাসিক। জানি আমার এ কথায় সবাই আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে। এমনিতেই জার্মানিতে অনেক ক্ষোভ-বিক্ষোভের ঘটনা ঘটবে। আর এমনটাই ঘটাই স্বাভাবিক।’
গেলবার দুর্দান্ত ফুটবল খেলা জার্মানি এবার এমন পারফরমেন্স কেন করলো তা নিজেও বুঝতে পারছেন না লো। তিনি বলেন, ‘বুঝতে পেরেছিলাম, এমন কিছু একটা হবে। তবে কেন হবে সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কারন আমি নিজেও বুঝতে পারছি না।’
শিরোপা ধরে রাখার মিশন নিয়ে রাশিয়ায় এসেছিলো জার্মানি। কিন্তু আগেই জার্মানির কোচ আন্দাজ করতে পেরেছিলেন শিরোপা ধরে রাখা সম্ভব হবে না। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে হারের পরই বুঝতে পেরেছিলাম, এবার আমাদের ভাগ্যে খারাপ কিছু অপেক্ষা করছে। শিরোপা ধরে রাখা তো দূরের চিন্তা, আমরা প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বো। শেষ মেষ তাই হলো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে আমাদের।’
২০০৬ সালে জার্মানির কোচের দায়িত্ব পান লো। তার অধীনে তিনবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে জার্মানি। এরমধ্যে একবার দলকে শিরোপার স্বাদ দেন লো। গেল আসরে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের মত বিশ্বকাপ জিতে নেয় জার্মানি।