সিরিয়ার আইএস বন্দীদের নিয়ে ইরাকের সাথে ফ্রান্সের আলোচনা

259

বাগদাদ, ১৭ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক) : ফ্রান্সের শীর্ষ কুটনীতিক বৃহস্পতিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে ফরাসী নাগরিকসহ আইএস বন্দীদের সরিয়ে বাগদাদে তাদের বিচার করার বিষয়ে আলোচনা করেন। সিরিয়ার এই অঞ্চলে বর্তমানে তুরস্ক অভিযান চালাচ্ছে।
ইউরোপীয় সরকারগুলোর আশংকা তুরস্কের এই অভিযানের কারণে প্রায় ১২ হাজার সন্দেহভাজন আইএস জঙ্গি পালিয়ে যেতে পারে। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের হাতে তারা আটক রয়েছে। এদের মধ্যে ৬০ জন ফরাসী নাগরিকসহ হাজার হাজার বিদেশীও রয়েছে।
এই বিষয়টিই ফরাসী পররাষ্ট্র মন্ত্রী জ্যাঁ ইয়েবস লি দ্রিয়ান ও তার ইরাকী প্রতিপক্ষ মোহাম্মদ আলী আল হাকিম, প্রেসিডেন্ট বারহাম সালেহ ও প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদীর মধ্যকার বৈঠকের মূল এজেন্ডা।
ফ্রান্স ও ইউরোপীয় অন্যান্য দেশগুলো সাম্প্রতিক সময়ে আইএস সদস্যদের বিচারের জন্য ইরাকে আন্তর্জাতিক আদালত স্থাপনের বিষয় নিয়ে আলোচনা করে আসছেন।
এদিকে ইতোমধ্যে আইএসে যুক্ত থাকার অভিযোগে ইরাকে কয়েকশ বিদেশীকে মৃত্যুদ- কিংবা যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে।