অসংক্রামক রোগের উপর সায়েন্টিফিক কংগ্রেস রোববার শুরু

376

ঢাকা, ১৭ অক্টোবর, ২০১৯ (বাসস) : আইসিডিডিআরবি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশে প্রথম বারের মত অসংক্রামক রোগের উপর সায়েন্টিফিক কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দু’দিন ব্যাপি এ কংগ্রেস আগামী ২০ ও ২১ অক্টোবর বিএসএমএমইউর শহীদ ডা. মিলন এবং শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হবে।
আগামী ২০ অক্টোবর বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন মিলনায়তনে এ কংগ্রেসের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলের ( বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাসসের আলী এবং এমএইচএফডবি’র স্বাস্থ্যসেবা বিভাগের সেক্রেটারি মো: আশাদুল ইসলাম।
আজ এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়–য়া এ তথ্য জানান। এ সময় আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক সাহানা আক্তার, অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, ডা. আলিয়া নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অধ্যাপক কনক কান্তি বড়–য়া বলেন, বর্তমানে দেশে অসংক্রামক রোগ ব্যাপক আকার ধারণ করছে। অসংক্রামক রোগের মধ্যে অন্যতম হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনী রোগ, শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগ ইত্যাদি। তিনি বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ২০১৬ সালে দেশে অসংক্রামক রোগের কারণে ৫ লাখ ৭২ হাজার ৬শ লোক মারা যায়। এর মধ্যে ৩০ ভাগ মৃত্যুই হৃদরোগজনিত। ক্যান্সারে ১২ ভাগ অন্যান্য ১২ ভাগ। শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগে ১০ভাগ। ডায়াবেটিসে ৩ ভাগ।
তিনি আরও বলেন, অসংক্রামক রোগে যাদের মৃত্যু হচ্ছে তাদের বেশির ভাগই অকাল মৃত্যুর শিকার- যাদের বয়স ৩০ থেকে ৭০ বছর। এ রোগ প্রতিরোধযোগ্য। সরকার এ বিষয়ে গুরুত্ব দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য অনুযায়ী ২০২৫ সালের মধ্যে ৩০-৭০ বছর বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যুর হার ২৫ শতাংশ কমিয়ে আনতে হবে।
তিনি বলেন, সায়েন্টিফিক কংগ্রেস অন ননকমিউনিকেবল ডিজিজেস শিরোনামে উক্ত কংগ্রেস থেকে অসংক্রামক রোগের বিষয়ে পরিচালিত গবেষনার অনেক উপকারী তথ্য উপাত্ত সম্পর্কে জানা যাবে- যা আমাদেরকে স্বাস্থ্যক্ষেত্রে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।